বাঘবন্ধী এই যুদ্ধ খেলায়
পেছন পড়ার নেই উপায়
লক্ষ্য যখন রাশার পতন
কাজ দেবেনা ফুঁ দোয়ায়।
আলোচনা লোক দেখানো
প্রস্তুতিতে সময় চাই
যুদ্ধ থামুক সেই ভাবনার
বাড়া ভাতে পড়বে ছাই।
পিছপা হতে কেউ মানেনা
লক্ষ্য যখন থাকে স্থির
চায়না সে কে, ভূবন মাঝে
হতে গাজী হতে বীর।
যুদ্ধ কোনও নয় সমাধান
যুদ্ধ শুধু অজুহাত
পুতিন বাবার বাড় বেড়েছে
হতেই হবে কূপোকাৎ।