বাতাসের শনশন
দাঁড় টানে পনপন
রেলগাড়ি উপবন।
বিদ্যুতে চমকায়
মেঘশিশু গর্জায়
তারকার হাসি পায়।
পিচ্ছিল মেঠো পথ
রিনঝিন অবিরত
বালিকার নাকে নথ।
ব্যাঙ খুঁজে ব্যাঙি
ঘেঁঙর ঘেঁঙ ঘেঁঙি
হর্ষে লাফ দেয় চেঙি।