সংসারের অপরিপূর্নতা বেষ্টিত
জীবন স্বার্থকতায় পরিপূর্ণ কবি হেলাল হাফিজ
সৃষ্টিসুখের উল্লাসে আর দৃষ্টিভঙ্গির স্বার্থপরতা কাটিয়ে মানবতার জয়গানে ভাস্বকর এক নাম
প্রেমের টানে নারীর আদলে ভালবাসার সুতোয় বিনুন করা কবিতার পঙ্খতি
চেতনার উন্মেষের নাম কবিতা, এক পরিক্রমা
সময় বদলাবে দৃষ্টি পাল্টাবে
হয়তো পরিযায়ী হবে মনের আস্তাবলে রাখা সুখ
তবু পরিশ্রান্ত হবেনা পরিশ্রমে লালিত এক অশান্ত
বুক
পড়বে মানুষ দেখবে শূন্যতা এবং খুঁজবে
হেলাল হাফিজের কবিতার চোখ......