ঘাস বাচানির কিয়ার চুক্তি
ট্রাক্টর দিয়া হাল বাওয়া
ধান কাটানি পাঁচ’শ রোজে
জমা টেকা সব হাওয়া।
মেশিন লাগে মাড়াই দিতে
এর পেছনে টেকা চাই
ক্ষেতের নামে এত চালান
কোত্থেকে তা মিলাই ভাই।
ধান হুকাইয়া ভরতে উগার
হিসাব করি দেখতে পাই
পঞ্চাশ হাজার টেকার ধানে
লক্ষ টেকা আমার নাই।
চাষাবাদ আর কৃষিকাজ নয়
শিল্পখাতে উন্নিত
কৃষককূলের সাধ্য কি হয়
খাটায় পুঁজি বর্ণিত।