হাতের তালুর রেখায় যদি -
ভাগ্য হতো নির্ধারণ
ছুটতোনা কেউ কাজের পিছু,
করতোনা কাজ অন্বেষণ।
থাকতো সবাই আপনা ঘরে
পড়তো খাবার আপনি ঝরে
সেই খাবারে করতো সবাই
আদর যত্ন সম্ভাষণ।
বালুচর কয় শোনরে পাগল
তিনজাতে হয় দেখরে ছাগল
মানুষ জাতের হাতে পড়ে
হয়রে নব সংস্করণ।
ছুটতোনা কেউ কাজের পিছু,
করতোনা কাজ অন্বেষণ।