স্নেহ-মায়া-মমতা আজ
করছে হানাহানি
সৌহার্দবোধ-সৌজন্যতা
টানছে বসে ঘানি৷
মূল্যবোধে বয়স ভারে
করছে হাহাকার
শ্রদ্ধা শালীন সেকেলে গুণ
খাচ্ছে তিরস্কার৷
কথায় কথায় মিথ্যে বলায়
পড়ছে মানুষ জোঁকে
আস্থা বিশ্বাস খোলামকুচি
মরছে রোগে ধূকে৷
কেউ কারো নয় এই জগতে
খুঁজে পাই সন্ধান
দেখতে লাগে ঘুরছে মানুষ
হাশরের ময়দান৷