শিক্ষা কি আর হয় কখনো
ছেলের হাতের মোঁয়া
যেমন তেমন পড়লে কি তা
যায় কখনো ছোঁয়া।
শিক্ষা মন্ত্রী গলদ কোথায়
বুঝতে কেন কষ্ট হয়
মেধায় তোমার কমতি হলে
চেয়ার তবু কেন রয়।
বারেবারে যায় খেয়ে ধান
হুমকী ধুমকী দিয়েই সার
ফাঁসে তোমায় বাঁশ দিয়ে যায়
মন্ত্রী তুমি কোন সে ছার।
টেলেন্ট কি আর কম আছে এই
আটার কোটির দেশটাতে
দেশ জাতি আর চায়না এখন
তোমার মতোন হা-ভাতে।