গুজব ছড়ায়,ওরা মানুষ ?
এই দেশেরই লোক
জ্ঞাতি গোষ্ঠী মারতে পিষে
হয়না ওদের দুখ।
মনে মনে ভাবে ওরা
করছে কাজের কাজ
ছেলেধরা মারতে আবার
হবে কিসের লাজ।
শুদ্ধ পূরূষ বলনা এবার
মারলি ক’টা ধর্ষক
দিবালোকে প্রকাশ্যে খুন
দাঁড়াস হয়ে দর্শক?
গুজবে কান তড়িৎ শোনে
সত্যিতে কান কালা
চোরাই পথে ইউরোপ যেতে
মরতে রাজি ম্যালা।