কাটেনা সময় যদি কোন অজুহাতে
তারা হয়ে চলে এসো জোসনারাতে।
বিরহী সময় যদি
বাগেনা আসে
জোছনার ঝিলিমিলি
রাখিও পাশে।
লুটায়ে পড়িলে আলো
কুড়াবে হাতে।
তারা হয়ে চলে এসো জোসনারাতে।
আকাশের নীলিমাতে
নীল হলে লীন
শোধ হবে পড়ে থাকা
জীবনের ঋণ।
রূপোলী চাদর মুড়ে
যাবে প্রভাতে।
তারা হয়ে চলে এসো জোসনারাতে।
কাটেনা সময় যদি কোন অজুহাতে
তারা হয়ে চলে এসো জোসনারাতে।