বরষার কবিতা
—————-
পানিবন্দী লক্ষ মানুষ
শহর বন্দর গাঁয়ে
নিয়ন্ত্রিত চলাফেরা
রিক্সা এবং নায়ে।
আনছে বয়ে নদীর পানি
উজান থেকে ঢলে
নর্দমা ড্রেন উপচে পড়ে
অজাত বাঁধার ফলে।
ভাসছে বাড়ি ক্ষেতের ফসল
কান্না হাহাকার
শহর মাঝে বন্দী মানুষ
সিটি নির্বিকার।
বৃষ্টি প্লাবন মাথায় রেখে
ব্যয় করি ড্রেন বাঁধে
তবু কেন বৃষ্টি এলে
ফের পড়ে লোক ফাঁদে ?