ও ফুলি তোর বয়স কত ?
কত্তা কী যে বলেন
সে আমি আর জানি কি তা
আপনি মা-বাপ হলেন।

ভাবছিরে তোর বিয়ের কথা
ছেলে মন্দ নয়
বলেন কী যে বাল্য বিয়ে
মনে লাগে ভয়।

কেনরে তুই চাস নাকিরে
বিয়ে কি তুই করবিনা?
না না কত্তা সে কি বলেন
আটার আগে ভাবছিনা।

কী যে বলিস তোরতো দেখি
ফোটছে বিয়ের ফুল
না গো কত্তা বাল্য বিয়ে
আইনে কইছে ভুল।