দুর্নীতিটা রুখতে হবে, বলতে সবাই বলি যে
কাজের বেলা ভরতে পকেট, চোখ মেলে তা দেখি কে?
রাস্তা বিল্ডিং জনসেবায়, কোথায় সে নেই উপস্থিত
পড়লে ধরা পাই জানিতে, তাও আবার কদাচিৎ।
শ্রাবণ ঝরার এমন ধারা, পড়লে ছুটে অবিরাম
কে ভাসিলো কে ডুবিলো, সে দেখা তার নয় যে কাম।
ফসল নিছে বসত নিছে, আর কেড়েছে শান্তি ঘুম
কত শখের বাগান বাড়ি, রাক্ষসী নদ করছে গুম।
ঈদ এসেছে বাড়ি যাব, নাড়ির টান যে বড় টান
জলে ডোবা সড়ক রেলে, ভ্রমনে কি বাঁচে প্রাণ?
খানা খন্দক পুকুর টিলা, উহাকে কি রাস্তা কয়
কঙ্কালসার সব সড়ক যেন, সড়ক নামের ফসিল হয়।
কে করেছে কে খুঁড়েছে ,দোষটা খোঁজে কাম কি আর
বৃষ্টি কেন ঝরলো ধরায়, কে না জানে দোষটা তার।
লাখ তিনেকে গরু কিনে,করছে রিপোর্ট দামটা কম
দুর্নীতি আর কাকে বলে, ভাবতে গেলে আটকে দম।
------