ঈদের সময় ঘরমূখী লোক
খবরে তাই বলছে
চোখ খুলে নাও দেখে কারা
বাজারমূখে চলছে?
কোনটা সত্যি কোনটা মিছে
দুই-ই সঠিক বটে
না হওয়ার কি আছেরে ভাই
আমাদের এই তটে।
ঈদ বাসনায় জীবন ঝুঁকি
সইতে পারি মানি
নতুন পোষাক মরণ ঝুঁকি
সে কি ! চাট্টিখানি ?
রাতের আঁধার ঘুমের বালাই
নেই তোয়াক্কা করোনার
ঈদ গেলে কি ঈদ পাবো আর
দোষধরা দোষ আপনার।