মুক্ত চিন্তা মুক্তমনার
সংজ্ঞা বড় একপেশে
দল ক্ষমতার বলয়হীনে
সততই যায় ফেঁসে।
মুক্ত চিন্তার ধারক যারা
তারাও দেখি মুক্ত নয়
মুখে লাগাম ছাড়া হলে
জেল জুলুমের সদা ভয়।
মুক্ত স্বাধীন কে রয় কবে
দুনিয়া এক জেলখানা
সত্য পথের ভ্রান্ত পথিক
তা কি তোমার নয় জানা?