মানুষ নয় দুনিয়ার প্রাণী
দুনিয়া প্রবাস
কর্মদোষে দুইন্যা আইসা
করছে বসবাস৷
সোজা হইয়া হাঁটে বলো
মানুষ ছাড়া কোন প্রাণী
আর কাকে কও মাধ্যাকর্ষণ
তার কাছেতে নেয় টানি৷
তাইতো মানুষ হয় আলাদা
অন্য গ্রহের জীব
রোগ বালাই কম অন্য প্রাণীর
করছে যারা লীভ৷
ফেরৎ যাবে যেথায় ছিল
এই মানুষের দল
কর্ম যাচাই করে পাবে
বেহেস্ত দোজখ ফল৷