জমছে ধুলো আসবাবে আর সেলফে রাখা পুস্তকে
আর পারিনা রাখতে ধরে ভেঙে পড়া স্বাস্থ্যকে।
হারিয়ে গেছে ঝরনা কলম
পাইনি খুঁজে তাহা আর
সবই আছে আগের মতোন তবু মনে হাহাকার।
দিন বদলের ঘন্টা বাজে
কান পাতিলে শুনতে পাই
কালের ঘড়ির কাঁটা দেখে
ভাবি হাতে সময় নাই।
শনির দশায় পড়ে সাধের বৃহস্পতি একাকার।
ছানিপড়া দুই চোখে আজ
দৃষ্টিভ্রমের কারসাজি
অতীত স্মৃতির তাড়ানাতে
থাকি শুধু নিমরাজি।
বক্তা আমি শ্রোতা আমি দর্শক আমি সভাকার।
সবই আছে আগের মতোন তবু মনে হাহাকার।