সিলেট শহর নয়তো এখন
সিলেট শহর আর
রাতের আঁধার অবাক হয়ে
দেখে তার বাহার।
সারি সারি শপিংমল, পথ
পিচঢালা মসৃন
কে তারে আর পায় খোঁজে সে
শতাব্দী প্রাচীন।
চলছে গাড়ী আপনা পথে
নেই ঝামেলা আর
রিক্সাবিহীন জিন্দাবাজার
দেখতে চমৎকার।
ঝুলন্ত তাঁর খুঁটির নোলক
উদোম করা গা
তার বদলে জ্বলছে বাতি
চলছে গাড়ি শাঁ।
সত্যি আজি যায়না করা
এই দাবী খণ্ডন
সাজ দেখে যায়,বুঝা সিলেট
দ্বিতীয় লন্ডন।