ভাঙ্গিলে দেবেনা গড়ে
ফল হবেনা রোদনে-
ডিঙ্গা চালাইও মাঝি
যতনে................

প্রথম ধাক্কা খাইলায় মাঝি
আসিয়া দুনিয়া
দ্বিতীয় ধাক্কায় হুঁশ হারালে
সংসারে মজিয়া।
তৃতীয় ধাক্কা সামলে নিতে
সইবে কি বদনে?
ডিঙ্গা চালাইও মাঝি—
যতনে..................