ঢাক বাজেরে ঢোল বাজে
কেউ মুখোশে সঙ সাজে
ঝরছে পাতা,গাইছে পাখি
বোশেখ এসেছে। ওরে বোশেখ এসেছে।
শুকনো পাতা বাজায় বীণ
ধরায় এলো খুশীর দিন
ফুল ফোটেছে রঙ ধরেছে
বোশেখ এসেছে। ওরে বোশেখ এসেছে।
একতারা গায় প্রাণের সুর
বাঁশের বাঁশি সুমধুর
ফানুশ উড়ে বটের মূলে
বোশেখ এসেছে। ওরে বোশেখ এসেছে।
মঙ্গল শোভা সড়ক পথে
হুতোম পেঁচা চলছে রথে
খুশির জোয়ার পড়ছে লূটে
বোশেখ এসেছে। ওরে বোশেখ এসেছে।