ধর্ষণ আজ এক মহামারী
সংক্রামণ হয় তাড়াতাড়ি
একের পরে এক
বেসামাল এই সমাজ ব্যাধি
কে দেবেরে চেক?
দিন খবরে আসছে প্রমাণ
সব শ্রেণীতে ব্যাধি সমান
কোথায় হবে শেষ
বাড়ছে যেন চ্যালেঞ্জ দিয়ে
পত্রিকান্তে পেশ।
সমাজবিদদের কর্মখালি
সমরবিদের জোড়াতালি
বিচারহীনার দায়
মূল্যবোধের তলানীতে
কে বাঁচিতে চায় ?