বাউলের একতারারে
বাজা সুর সুর বাজারে
লাগছে দোলা,মন উতালা
বৈশাখ এসেছে।

যাক ঝরে যাক
জরা ব্যধি
আনন্দ হোক নিরবধি
করতে বরণ প্রকৃতি দেখ
সাজ ধরেছে।
ধরায় বৈশাখ এসেছে।

উৎসবে আজ
উঠবো মাতি
রঙ দেবে গায় প্রজাপতি
ঢাকের তালে মনে সুরের
বাণ ডেকেছে।
ধরায় বৈশাখ এসেছে।


নতুন বছর
বরণ করে
আনবো আলো ঘরে ঘরে
দেখ চে দেখ নতুন দিনের
সূর্য উঠেছে।
ধরায় বৈশাখ এসেছে
বৈশাখ এসেছে।