লিমেরিকঃ ডেঙ্গু
——————
এডিস দূশমন,ডেঙ্গু ভয়ে তনুমন,বিপদাশংকা
মেয়র দক্ষিণ-উত্তর ঢাকা, বুলি ফাঁকা বাজায় ঢংকা।
সত্য যখন গুজব হয়
তেলসমাতি কারে কয়।
মশা মারতে কামান নয়, প্রতিরোধই জাতির আকাঙ্খা।