বসছিলেম ঘর আঙিনাতে
অলস সন্ধ্যা বেলা
আটকে চোখে তড়িৎ তারে
কাঠবিড়ালীর খেলা।
এ তার থেকে ও তারেতে
দৌড়ে এসে খুব ধারেতে
হা করে তার মুখ
চুঁ চুঁ করে বললো আমায়
উল্টে দু’খান চোখ।
বললে,আমি বুঝিনি ভাই
এ শাসনের মানে
গোপন কিছু থাকলে বলো
চুপি চুপি কানে।
হয়তো আমার কথা বুঝে
দৌড়ে গিয়ে আনলো খুঁজে
পেয়ারা আধখান
নেই পেয়ারা একটিও আর
তাই এ অভিমান।
সব পেয়ারা পেড়ে নিছে
দুষ্টু ছেলের দল
সারাদিন ও খায়নি কিছু
নেই শরীরে বল।
মানুষ যেন মানুষ এ নেই
তারাই র’লো আগের সেই
শুন্যে তুলে ঘাড়
এ পৃথিবী আমরা সবার
দাওনা একটু ছাড়।