পেঁয়াজ কিলো তিরিশ টাকা
দাম কমেছে বাজারে
পত্রিকায় তাই ছাপা দেখে
ছুটছে মানুষ হাজারে৷
দোকানি কয় মিথ্যে কথা
এসব খবর বাটপারি
চৌদ্দ পুরুষ থেকে আমি
পেঁয়াজ রসুন কারবারি৷
গোস্বা ভরে কাস্টমার তাই
পত্রিকাতে ফোন লাগায়
দাম কমেনি জেনে তাহা
দিছেন কেন ভুল ছাপায়৷
সম্পাদকে  হেসে বলে
আজ পেপারের কাটতি বেশ
চটকদারি লেখা ছাপায়
কার কাটিলাম মাথার কেশ?
এসব ছাড়া এই বাজারে
টিকে থাকা বিষম দায়
পেপার বিক্রী না হলে যে
সম্পাদক পদ চলে যায়৷