ব্যবসা কিংবা শক্তি খেলায়
উহ্য থাকে ধর্ম
হিন্দু মুসলিম সবার বেলায়
মুনাফা হয় বর্ম।
শুনতে ভাল লাগে যখন
ব্যবসায়ীরা কয়
সারা বছর মাছি মারি
ব্যবসা কি আর হয়।
তাইতো মোরা বসে থাকি
তীর্থ ঘাটের কাক
বাড়তি আয়ের ঝলক দেখে
খুঁজি নতুন ফাঁক।
কে বুঝেনা কারণটা কি
দল পশারীর খেল
এর থেকে যে চুরি ভাল
না হয় হলো জেল।