উঠেছে জেগে বিশ্ব আবার
তিমির গহ্বর থেকে
করোনার তিক্ত অভিজ্ঞতা
স্মৃতির পাতায় লেখে।
ভুলি নাই ভুলবোনা তোরে
তোর তাণ্ডব প্রাদুর্ভাব
স্বজন হারানো ব্যথার ক্ষত
জ্বলবে অহর্নিশ দূর্বার।
আমরা মানুষ পেরেছি আমরা
পরাভূত তুই আজ
জয়ের মালা পরেছে মানুষ
মাথায় দিয়েছে তাজ।