ঘর থাকি যায়না বারৈল
ইতা কিতা দিন আইলো
করোনায় রূজি রোজগার
ভালবাসা আর খাইলো।
প্রেম পিরীতি অখন যেন
কানে বাজে পেটপেটি
বইয়্যা হুতি গায়ে গতরে
বাড়ি গ্যাছে মেটমেটি।
উদান মাদান ঘষাঘষি
কতউ আর জানে সয়
ভালবাসার কথা হুনলে
মরি যাইবার মনে খয়।
(ভাষা সিলেটী)