চকের ধাঁধা
নীমতলা চক বাজার সাথে
যুক্ত রানা প্লাজা
কার দোষে সব নিরীহ লোক
পাচ্ছে মরণ সাজা?
ঘটনা এক ঘটার পরে
তদন্ত দেয় বলে
দোষ পড়েনা কারো ঘাড়ে
নানা প্যাঁচের ছলে।
পরামর্শ নির্দেশণা
তাইতো শুয়ে কাঁদে
যে চুল বাঁধে সে যখনি
কর্তা সেজে রাঁধে।