লিমেরিকঃ ছিটমহল
=============
আটষট্টি পার করে পেলাম স্বাধীনতার স্বাদ
এতদিনকার পুঞ্জিপাতা সব গেলো বরবাদ।
কেউবা গেলো সকল ছাড়ি
কেউবা আঁকড়ে পুরান বাড়ি।
স্মৃতির ব্যথায় কারো মনে নামলো অবসাদ।