অধরায় সাজায় পৃথিবী
আশায় করিয়া ভর
অবিনশ্বররূপে নশ্বর পৃথিবী গড়েনি অধিশ্বর।
সংগ্রাম সহিষ্ণুতায়
কল্পনাহীন ভয়াবহতায়
ডিগবাজী খায় সজারূ আমার মন
ক্ষণিক ফানুশ, তাচ্ছিল্য নশ্বর ধরা
অলীক স্বপ্নে বিভোর।
এখানে ঘুমোয়না নদী
স্রোত ছুটে কলকল
স্বপ্নেরা জ্বলেপুড়ে-হু হু দাবানল।
অমোঘ নিয়মে বাঁধা
সুতোকাঁটা ঘুড়ি
লালনীল আকাশি রঙে সপ্ত আসমান জুড়ি।
এভাবেই অবিরাম খেলা
খালি হাত। শুধু-
চাওয়া পাওয়ার উৎপাত। পরিনতি-
অপূর্ণতাই শ্বাশত জীবনের অমোঘ নিয়তি।