চাল নিয়ে চালবাজি এখন
করছে দেখি সরকারে
চাল আমদানি করতে গেল
সু-চির দেশ মিয়ানমারে।
চাল আমদানির দেশ পেলামনা
বিশ্ব খোঁজে একটিও
চাল ভাল যার দাম বেশি তার
তাই ভাল সে দেশটিও।
যে মানেরই হোকনা সে চাল
খাবেতো তা রোহিঙ্গায়
আসবে ডলার আকাশ পথে
কিনছিতো তা নিজ টাকায়।
চাল নিয়ে চালবাজিটা কার
আড়ৎদার না অন্যদের
এই ভাল যাই বোকার বুঝে
চালবাজি হয় বন্যদের।