মুঠোফোনে দাঁড়িয়ে বৃষ্টি ভেজার গল্প শোনো
কাদায় মাখা রাস্তার বিচ্ছিরি আদিখ্যেতা
ছাতা মাথায় অবসর
ঢলতে ঢলতে পায়ের পাতায় শাড়ির পাঁড় বারবার
পরাভব না মানার প্রতিশ্রুতি
মিসড় কলে বন্দী লালিত ভালবাসা।
এক মুঠোফোনের গল্প
তুলতুলে বালিশের নীচে ধাতব শরীরে
অপ্রত্যাশিত ঘুমভাঙার আকুতি
অনিয়ন্ত্রিত প্রস্ফুটিত গোলাপের আঁড়মোড়া শেষে
হৃদয় স্পন্দনে, জাগি-
জাগ্রত হয় একান্ত নিজস্ব আবেগ
আপন বিলিয়ে বৃষ্টিভেজা আনন্দ আপনার করে।
ততক্ষণে ধাতব শরীরে উত্তাপ বাড়ে
আঁকিবুকি নিস্তেজ হলে
পাখির কিচিরমিচির প্রভাত
ক্লান্ত অবসন্ন একটি রাত
তবু শেষ হয়না মুঠোফোনের গল্প
আবেগী মনের গল্প
ইথারে ভাসমান মিসড কল।