বৃষ্টি পড়ে তাল পুকুরে
বৃষ্টি টিনের চালে
আষাড়ীয়া বৃষ্টি পড়ে
ঝুমুর তালে তালে।
বৃষ্টি পড়ার শব্দ আনে
গুণগুণি গান মনে
বৃষ্টি পড়া গাছের পাতা
ঘোমটা টানা কনে।
ছুড়ছে মেয়ে স্বামীর বাড়ি
ছেড়ে আপনজনে
মায়ের কথা পিসির কথা
উড়ছে ক্ষণেক্ষণে।
চোখের কোনে জমা পানি
পড়ছে ঝরেঝরে
কাঁদিস কেন বোকা মেয়ে
যেতে স্বামীর ঘরে।