বসন্ত আসিলো ফিরে-----
বন্ধু ফিরে আইলোনা
কেমনে বুঝাইগো এ মন,
আমাকে কেউ বলোনা।
বন্ধু ফিরে আইলোনা....
ফুল ফোটে বসন্ত কালে--
পাখি ডাকে গাছের ডালে
বন্ধু বিনে ঝরলো কলি
বসন্তফুল ফোটলোনা৷
বন্ধু ফিরে আইলোনা......
জানতাম যদি এমন হবে
দিতামনা মন তারে তবে
গলের মালা ঝরলো গলে
সেতো ফিরে চাইলোনা৷
বন্ধু ফিরে আইলোনা.......
প্রেম করা কি ছেলেখেলা
বালুচর কয় মরণ জ্বালা
প্রেম ছোবলের মরা আমি
মরণ তবু হইলোনা৷
বন্ধু ফিরে আইলোনা......