বন্ধু আমার হইতো যদি
সুরমা নদীর চর
নদীর বাঁকে যেথা ইচ্ছে
বান্ধতাম সুখের ঘর।
ইচ্ছে হলে ডুব সাঁতারে
নদীর বুকে বা কিনারে
হঠাৎ জেগে উঠে এসে
বলতো হাতটা ধর।
এই পাড়ে বা ঐপাড়েতে
ভেঙে নদীর তীর খুশিতে
প্রেমের সুধা পান করিতাম
সারা জনম ভর।
বন্ধু আমার হইতো যদি
সুরমা নদীর চর।
নদীর বাঁকে যেথা ইচ্ছে
বান্ধতাম সুখের ঘর।