বলি ও বৌ,শুনছো আমায়?
হ্যাঁ হ্যাঁ বলো বলো
ঢুকবে কি তা,মনে তোমার
নাকি কানে তুলো?
কাল রাতে কি,বলছিলে তা
নেই কি আজি মনে
হ্যাঁরে মিনসে,শুধুই বকবক
পারিনে তোর সনে।
যা কওয়ার কও তাড়াতাড়ি
হাঁড়ি চড়তে হবে
আর পারিনে পোড়ারমুখো
বাঁচি মরলে তবে।
রাত গভীরে জ্বর প্রকোটে
সে কী মরি ! কাঁশি
বাজলো কানে,বলছো যেন
তোমায় ভালবাসি?
মরণ.....................