বৈশাখ এলো তবু
ঢাক ঢোল নাইরে
চল্ কেহ কয়নাতো
বটমূলে যাইরে।
যাক্ জরা যাক ব্যধি
যাক্ তবু যাকরে
ঘরে থাক্ চুপ থাক্
নিরাপদ থাকরে।
-----