ভাবিনা আর,আমি আছি
আগের মতো সেই
বদলে গেছি, অনেকখানি
সেই আমি আর নেই।
জীবন চলার পথে হঠাৎ
এলে কারো বাঁক
সুখ পাখিরা পথ হারিয়ে
পলায় ঝাঁকে ঝাঁক।
দু’ চোখেতে লাগে তখন
কোথাও কেউ নেই।
রাত বিরাতে সময় যখন
স্মৃতির পাতা খুলে
মন ছুটে যায় সেই সুদিনে
নিঠুর সত্য ভুলে।
আঁধার খেলে কানামাছি
হারিয়ে ফেলি খেই।
বদলে গেছি, অনেকখানি
সেই আমি আর নেই
ভাবিনা আর, আমি আছি
আগের মতো সেই।