27/5/18
বসবে আসর বিশ্ব কাপের
উঠছে শুনি রব
ফুটবলের এই যজ্ঞ জ্বরে
কাঁপছে যেন সব।
গুনছে সময় ঘন্টা মিনিট
সইছেনা আর ত্বর
আমেরিকা ইউরোপ থেকে
এশিয়া মাইনর।
আয়োজক আর কর্মকর্তার
চোখেতে নেই ঘুম
কেউ বসে নেই হাত গুটিয়ে
বিয়ে বাড়ির ধুম।
পার্টিশিপেন্ট দল বা দেশের
আছে লাভ লোকশান
ভিনদেশী পতাকায় সাজাই
বাংলাদেশ গুলশান ?