হ্যাঁগো, আজ কত তারিখ ?
কী যে কাণ্ড মাঝেমধ্যে করো তুমি
ওমনিতে করোনায় পূর্ব-পশ্চিম ঠিক নেই
তারমাঝে তোমার মতিভ্রমদৃষ্ট কথাবার্তা
সত্যি বলছি- ন্যাকামী ভাল্লাগেনা আর।
আহা! রাগ করছো কেন প্রিয়তমা
করোনা প্রাদূর্ভাবে মতিভ্রান্ত কি শুধু আমি ?
আমার সাথে আজ নিখিল বিশ্ব
কারো কি আর মাথা স্থির আছে।
বলছিলাম, হঠাৎ আকস্মিক ছুটিতে ক’দিন যাবৎ কোয়ারেন্টাইনে,অফিস যাওয়া বন্ধ।
তাই বার তারিখ মনেরাখার অত্যাবশ্যকীয়তা নেই কিনা
এবং হলফ করে বলছি-
আজ কি বার, কত তারিখ বলতে পারছিনা
আচ্ছা, মোবাইল সেটটা একটু দাওতো দেখি।