তোমার ছেঁড়া শাড়ি
গায়ে গতরে রক্তের দাগ
বারূদের গন্ধ
বিধ্বস্ত অবয়বে দেখলো তোমাকে
তুমি সাড়ে সাত কোটির জননী।
তুমি বিজয়
তুমি সকিনার বোবা কান্না
মুক্তিযোদ্ধার মায়ের বিলাপ
তবু তোমার সে কী তেজস্ক্রীয়তা
দীপ্তিমান লাল সূর্য।
তুমি এলে
উল্লাস এলো
তুমি এলে তাই ঘরের মাচাঙ্গে তুলে রাখা
বিরাঙ্গনার লাল শাড়িটায় সবুজাভ মেখে দিল বাংলার শ্যামলীয়া
খোকার স্কুলে যাওয়া শুরু হল ফের।
তুমি নিয়েছো সর্বস্ব
তবু বাঁচিয়ে রেখেছো ইজ্জত
তাইতো হানাদার বাহিনী
তোমার ছেঁড়াশাড়িতে-
লিখে দিয়েছিল দাসখত।