নিরাপত্তার ব্যত্যয়ে আজ
সুস্থ জীবন বিপন্ন
সভ্যতার এই সংকটে কি
জগৎ ধংশ আসন্ন?
নির্ভরশীল আর নির্ভরতা
শিশুর পিতা মাতা যে
সম্প্রতি যা ঘটছে দেশে
নিঃষ্কলুশ আর নয়তো সে।
যে বাঁচাবে প্রাণটা শিশুর
সে যদি নেয় কেড়ে তা-
বিশ্বাসের অবিশ্বাস খেলায়
বিবেকবোধে লাগে ঘা।