মসজিদ-মন্দির ভাঙলো কোথা
জানতে করি খোঁজ?
কে নেয় হিসাব মরছে মানুষ
কারণহীন হররোজ।

মসজিদে আর মন্দিরে কি
রয়রে খোদা ভগবান
মসজিদ মন্দির ভাঙলে তবু
গর্জে ওঠে কমল প্রাণ।

মানুষ মাঝে রয় খোদা আর
নয় ভগবান আর কোথা
সেই মানুষের প্রাণ নিতে কার
অস্ত্র কখন হয় ভোতা?

মানবতার ধ্বজ্বাধারীর
বিবেকবোধের গান
আর কতকাল শুনতে খুলে
রাখতে হবে কান?