অজান্তে জ্যান্ত চিতায় নির্মোহ আহরণ
অবুঝ(ভাবি তুমি নও)জ্ঞাতার্থে বিচরণ।
কখনো ঝড় হয় অসময়ে কালবৈশাখী
ভাগ্যচক্রে পথ হারায় বাড়ি ফেরা পাখি।
অন্ধকারে বাধা নেই কিছু ইতর প্রাণীর
তলোয়ার হানে নিশ্চিন্তে যুদ্ধা মহাবীর।
ভালবাসা হারালে পথ সতত আঁধার
তমশায় পাবেনা খুঁজে তুমি যে কাহার।
সতত অহঃবোধ দ্বেষ হিংসা পরিহারি
অন্বেষে (আসতে পারে)সময় তোমারি।