মাঝে মাঝে মনটা খারাপ হয়
রাজ্যির দুঃচিন্তায় মাথা চিনচিন করে
চটপট করে হ্রদপিণ্ড
অস্থির চিত্তের কাছে হার মানে বোখারির ম্যাডিটেশন
কেন এমন হয়, সে আমি জানি এবং তুমিও জানো
এ যেন এক স্থায়ী জীবনযন্ত্রণা।
পরিত্রাণ খুঁজতে গিয়ে ভাবনারা দল পাকায়
রাতের ঘুম কেড়ে নেয়
তন্ময় হয়ে চেয়ে দেখি আকাশের তারা
সময়ের সাথে সাথে তারাও মিলিয়ে যায়
আলো এসে গ্রাস করে নেয়, রাতের সৌন্দর্য
তারার ঝিলিমিলি।
তখন ধৈর্যের দেউড়ীতে পাহারা ব্যস্তে যায়
ধান ধান করে অশান্তি গিলে খায়
এক সময় আমাকে হারিয়ে ফেলি
তন্দ্রাচ্ছনাতা কাটলে
অনুভূতির পুনর্জন্ম হয়
আবার সেই অস্থিরতা জন্মান্তরের বাঁকে
বেঁচে থাকার মৌচাকে।