——
দাও অভিযোগ যত পারো
আমার নামে অযথা
তবু আমি লিখবো না সই
বেনামে গান কবিতা।