বর্ষা প্রেমের গেঁথে মালা
বৃষ্টিকে কই নাও পরে
কে শুনে মোর সে আরতি
কান্নাতে চোখ দেয় ভরে।
সে দেখে কই থামরে বাবা
চাইনারে প্রেম তোর আর
ভেঙে বাড়ি ক্ষেতের ফসল
করিসনে পুত ছারখার।
বেয়াড়া সে বড্ড বেশি
নেয়না লুফে প্রেমাদর
তবু কেন বর্ষাকে ফের
বেহায়ামন দেয় আদর।