যেথায় থাকি যেমন থাকি
তোমার থেকে দূরে
রাখালিয়া মন ছুটে যায়
তোমার বাঁশির সুরে
বাংলাদেশ আমার বাংলাদেশ।
স্মৃতির পাতায় যখন জাগে
তোমার মুখখানি
পাল তোলা নাও নদীর বুকে
অজান্তে নেয় টানি।
ঢেউয়ের তালে দোল খেয়ে যাই
বিনে সুতোর ডুরে।
রাখালিয়া মন ছুটে যায়
তোমার বাঁশির সুরে
যেথায় থাকি যেমন থাকি
তোমার থেকে দূরে
বাংলাদেশ আমার বাংলাদেশ।