ইস্টি কুমুম ভরলো বাড়ি
খুকুমনির বিয়ে
বাজনা এলো মিস্টি এলো
ময়রা গেল দিয়ে৷
সবাই যখন উঠলো মেতে
মিটবে মনের সাধ
বিষম বাঁধায় পড়লো বিয়ে
আইনে সাধে বাঁধ৷
বাল্য বিয়ের আয়োজনে
পুলিশ এলো বাড়ি
বর-কনে আর পিতা-মাতা
ধরে ভরলো গাড়ি৷
বেঁচে গেল খুকুমনি
বাল্য বিয়ের থেকে
বাল্য বিয়ের বিপদ অনেক
নাও বাবুরা শেখে৷