বৃষ্টি আজি যাক দূরে যাক
আগুন ঝরুক ব্যাটে
বাংলা মায়ের তরুন সেনা
ভয় বুকে কি খাটে ?
কাপ বিজয়ের প্রত্যাশাতে
হরষে দেশ নাচে
জয়ের আশায় দোয়েল শালিক
শীষ দিয়ে যায় গাছে।
জয় ছাড়া আজ চাইনা কিছু
নটিংহাম ট্রেন্টব্রীজে
গর্জে উঠুক টাইগার আজি
বাইশ গজের ক্রীজে।